Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
Due to time and needs we have come far away from our country because we are so busy, we are tired. When the 1st time I came here I didn't like the place. There was no greenery but only big buildings. Now the time has changed. Balcony gardens are an enormous introduction to the environment.
As a way of living with nature, I started the window or balcony garden. Here gardening or to make the plants to survive is very difficult, because the weather is too dry, heavy winds and minimal rainfall . Personally, I think the people who work in the study of different types of gardens are free from stress. The picture in the garden of my balcony. Four years ago, when I bought this plant it was much smaller.I had to change the pot two times to change this status today, so many pretty flowers. Last year, three flowers bloomed but we did not see the flowers as we were Saudi Arabia. However I got the dried flowers and I had to take care of that. Here is a picture of the flower. This time there was a lot of buds , seven big buds came last week.However for the past three days , a storm had arrived with a lot of wind and the rest of the buds had fallen. I was sad, however, seeing this flower had made my mind feel much better . Good
night every one :) .
সময়ের বা বিভিন্ন প্রয়োজনের তাগিদেই আজ আমরা নিজের দেশ থেকে অনেক দুরে।
ব্যস্ততার কারনে আজ আমরা ক্লান্ত। আমি যেখানে থাকি ঐখানে যখন প্রথম
এসেছিলাম তখন এই জায়গা বা দেশটা একদম ভাল লাগতোনা কোথাও যেন সবুজের ছোঁয়া
নেই। শুধু বিশাল বিশাল অট্টালিকা. সময় খুব দ্রুতই পাল্টাচ্ছে। দেশের
পরিবেশ রক্ষায় ব্যালকনি বাগানের ভূমিকা অপরিসীম। প্রকৃতির সাথে বসবাসের
উপায় হিসেবে আমি ঝুঁকেছিলাম জানালায় বা ব্যালকনি বাগানের দিকে।
এখানে বাগান করা বা টিকিয়ে রাখা খুবই কষ্টকর, কারন এখানকার আবহাওয়া খুব
বেশি শুষ্ক, ভারী বাতাস এবং অনাবৃষ্টি .ব্যাক্তিগতভাবে আমি মনে করি যারা
বাগান চর্চার কাজ করেন তারা বিভিন্ন ধরনের মানসিক চাপ থেকে মুক্ত থাকেন.
এই ছবি গুলো আমার ব্যালকনি বাগানের. চার বছর আগে যখন আমি এই গাছটি
কিনেছিলাম এটি অনেক ছোট ছিল. দুই বার পট পরিবর্তন করে আজ এই অবস্থা, এত
চমত্কার ফুল ফোটে. গত বছর তিনটি ফুল ফোটেছিল কিন্তু আমরা সৌদী আরব থাকাতে
এই ভাবে ফুল ফোটতে দেখতে পাইনি তবে শুকনো ফুল পেয়েছিলাম. যেগুলো আমি যত্ন
করে রেখেছিলাম. একটি ছবিও আছে. এবারও অনেক কলি ছিল, বড় হয়েছিল সাতটি তবে
গত সপ্তাহে তিনদিন ধরে যে ঝরো হাওয়া বয়ে গিয়েছিল তাতে করে বাকি গুলো পড়ে
গিয়েছে. অনেক মন খারাপ ছিল তবে এখন এই ফুল দেখে মন ভালো হয়ে গেছে. Good
night every one সবাইকে শুভ রাত্রি :)
No comments:
Post a Comment