Thursday 15 December 2016

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
লাখো শহীদের বুকের তাজা রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা। আমরা পেরেছি ১৬ই ডিসেম্বর, স্বাধীন বাংলাদেশ !!
I wish all the Bangladeshis a happy Victory day.
আমি সব বাংলাদেশীদেরকে বিজয় দিবসের শুভেচছা জানাই.
বাঙ্গালীর বিজয়
- আবু জাফর
আমরা চেয়েছিলাম পৃথিবীর বুকে
বাংলাদেশ নমে একটি স্বাধীন দেশ গড়তে,


Sunday 27 November 2016

Pan fried chicken !!প্যানে ভাজা মুরগির মাংস !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 1 hour.  সংগ্রহ সময়: ১ ঘন্টা.       

Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট.

Total Time:1 hour 15 minutes. মোট সময়:১ ঘন্টা ১৫  মিনিট.

Makes  5 servings.পরিবেশন করুন  ৫ জনের  জন্য.

Ingredients: উপকরণ:

  • 5 chicken  bone less ৫ টুকরা মুরগির বুকের মাংস.
  • yogurt 1/4 cup (beaten).  দই ১/৪ কাপ (ফেটানো).
  • Ginger, garlic paste 1/4 tea spoon. আদা, রসুন পেস্ট১/ ৪ চা চামচ.
  • Cumin powder 1/4 tea spoon. জিরা গুঁড়া ১/৪ চা চামচ.
  • Coriander powder 1/4 tea spoon. ধনে গুঁড়া ১/৪ চা চামচ.
  • Lemon juice 2 table spoon. লেবুর রস ২ টেবিল চামচ.
  • Cardamom pinch.  একচিমটি এলাচ.
  • White  pepper 1/2 tea spoon . সাদা মরিচ ১/২ চা চামচ.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • Oil 1 tea spoon . তেল  চা চামচ.
  • Butter 1 tea spoon. মাখন ১ চা চামচ.
  • Soya sauce 1 table spoon  সয়াসস  টেবিল চামচ.
  • Red chili powder 1/2 tea spoon. লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ.
 Method: পদ্ধতি:
1. Beat the chicken steaks with the knife. মুরগির বুকের মাংস কে ছুরি দিয়ে ভাল ভাবে কেচে নিতে হবে.
 2. Mix  all the ingredients and keep it in the refrigerator for 1 hour. সব উপকরণ দিয়ে মেশান এবং ১ ঘন্টার জন্য ফ্রিজ রাখবেন.
3. Add butter , Let it hot. Place chicken steaks in hot butter and fry 6-7 mins each side or until golden brown. একটি ভাজার পেনে বাটার গরম করে মুরগির মাংস গুলো ফা্ই করতে হবে ৫-৭ মি; করে উভয় পাশ বা যত খন বাদামি রং না হয়.
4. Transfer the  steaks in to a plate. ভাজা মাংস গুলো কে উঠিয়ে নিয়ে .
5. If you want you can add 1 big carrot sliced, 1 onion sliced and 2 green chili sliced in remaining oil. cook until carrots start soften, about 2 mins.আপনি ইচছা করলে ১ টি গাজর, ১ টি পেয়াজ, ২ টি কাচা মরিচ (টুকরা করে কাটা)  ঐ পেনে  দিয়ে রান্না  করতে পারেন ঢেকে দিয়ে ২ মি; বা যত খন গাজর হালকা নরম না হয়.
6. Serve it with rice, bread, flat bread, kaboz (Arabian bread). ভাত, পরোটা, রুটি, kaboz(আরবীয় রুটি) সঙ্গে এটি পরিবেশন. 

Saturday 19 November 2016

Apple, banana,Cream, Puffed rice breakfast অ্যাপল, কলা,মুড়ি ক্রিমের নাস্তা !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com 


 Prep Time: 5 minutes.  সংগ্রহ সময়: ৫ মিনিট.  
Total Time: 5 minutes. মোট সময়: ৫ মিনিট.
Make 2 serving.পরিবেশন করুন  2 জনের  জন্য.

Ingredients: উপকরণ:


  • One pack fresh cream. এক প্যাক তাজা ক্রিম.
  • One apple, একটি আপেল.
  • One banana, এক কলা.
  • Puffed rice as need. প্রয়োজন হিসাবে মুড়ি.
  • One tea spoon honey. এক চা চামচ মধু.

Method: পদ্ধতি:
1.  Take a large mixing bowl  and remove seeds and cut into small pieces . একটি বড় বুলে আপেলের বীচি ফেলে দিন এবং ছোট টুকরা করে কাটুন.
2. Add fruit to the cream, mix until combined. ক্রিম  মধ্যে আপেল, কলা যোগ করুন, ভাল করে যতখন মিশে না যায়.
3. Add honey in the mixture until combined. মধু যোগ করে ভাল করে মিশিয়ে ফেটাতে হবে যতখন মিশে না যায়.
4. In a serving bowl add one cup cornflakes. একটি সার্ভিং বাটিতে এক কাপ মুড়ি যোগ করুন.
5. Serve immediately to get the crunchiness.  কুড়মুড়ে, সুস্বাদু স্বাদ পেতে অবিলম্বে পরিবেশন করুন.

Saturday 12 November 2016

Small fish Broth ছোট মাছের ঝোল !!

Like me on Facebook page !!!
www.safrinlipi.wordpress.com
Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
Makes  5-6 servings.পরিবেশন করুন  ৫-৬  জনের  জন্য.
Ingredients: উপকরণ:

  • 500 g (small fish). ছোট মাছ ৫০০ গ্রাম.
  • 5-6 green chili. ৫-৬ টি কাঁচা মরিচ চিরা.
  • 1  1/2 teaspoon red chili powder. ১ ১/২ চা চামচ মরিচ গুঁড়ো.
  • 1 teaspoon turmeric powder.১ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1 teaspoon coriander powder. ১ চা চামচ ধনে গুঁড়া.
  • 2 tablespoons  oil.  ২  বড় চামচ তেল .
  • 1 teaspoon ginger,garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 2 cup water. ২ কাপ পানি.
  • 2 large onion, chopped. 2 বড় পেঁয়াজ, কুচা.
 Method: পদ্ধতি:

  1. In a large bowl, add all the ingredients and mix well with water. একটি বড় বাটিতে, সব উপকরণ এক সাথে করে এবং পানির সঙ্গে মিশ্রিত করতে হবে ভাল করে.
  2. Keep aside 10 mins for marinates. মেরিনেটের জন্য১০ মিনিট সরিয়ে রাখুন.
  3. In a large pan add marinated fish carefully.  একটি বৃহৎ প্যানের মধ্যে মেরিনেট করা মাছ সাবধানে যোগ করুন.
  4. Cover with a lid and let it simmer on medium flame for 4-5 mins.  একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন  এবং এটি ৪-৫ মিনিটের জন্য মাঝারি শিখার উপর অল্প আঁচে রান্না করুন.
  5. Turn carefully and cook for 4-5 mins with lid. . সাবধানে  নাড়ুন এবং ঢাকনা দিয়ে ৪-৫ মিনিট আরো রান্না করুন.
  6. Open the lid and cook for another few mins. ঢাকনা খুলুন এবং অন্য কয়েক মিনিট রান্না করুন.
  7.  Once the water is absorbed serve hot with rice or fried rice. একবার পানি শুকিয়ে গেলে ভাত বা পোলাউ এর সঙ্গে গরম পরিবেশন করুন.

Thursday 3 November 2016

Beef with jack fruit seeds কাঁঠাল বীজ দিয়ে গরুর মাংস !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
Makes  6 servings.পরিবেশন করুন  ৬জনের  জন্য.

Ingredients: উপকরন:

  • 1.5 kg beef, cut into suitable size. দের কেজি গরুর মাংস, উপযুক্ত আকারে টুকরা করা.
  • 3 tbs sunflower cooking oil. ৩ টে; চামচ তেল রান্নার (সূর্যমুখী).
  • 2 large onions sliced thin. ২ টি বড় পেঁয়াজ পাতলা টুকরা করা.
  • 1 tea spoon, garlic paste. ১ চা  চামচ রসুন পেস্ট.
  • 2 tea spoon ginger paste. ২ চা চামচ আদা পেস্ট.
  • 2 tsp coriander powder. ২ চা চামচ ধনে গুঁড়া.
  • 1 tsp cumin powder. ১ চা চামচ জিরা গুঁড়া.
  • 1 tsp turmeric powder. ১চা চামচ হলুদ গুঁড়া.
  • 2 tsp red chili powder.  ২ চা চামচ লাল মরিচ গুঁড়া.
  • 1 tsp all spices  (garam masala) powder. ১ চা চামচ সব মশলা গুঁড়া.
  • one bowl jack fruits seeds. এক বাটি কাঁঠালের বীজ.
  • Salt to taste.  লবণ স্বাদ মত.
  • Bay leaves 3-4. ৩-৪ টি তেজ পাতা.
  • 3 tbs water. ৩ টে; চামচ পানি.
  • 1 tsp cardamom  powder. ১ চা চামচ এলাচ গুঁড়া.
Method: পদ্ধতি:
1. Heat 3 tbs of oil in a pressure cooker on medium heat .  Add ginger, garlic paste cook for 1 min. Add the   onions. Saute till the onions begin to turn a pale golden brown in color.চুলাতে মাঝারি তাপের উপর একটি পে্সার কুকারে মধ্যে ৩ টে; চামচ  তেল  গরম করতে হবে. এতে আদা ও রসুন পেস্ট যোগ করুন, পেস্ট  দিয়ে ১ মিনিট এর  জন্য রান্না করতে হবে. পেঁয়াজ, যোগ করুন. পেঁয়াজ সাঁতলান রঙের একটি ফ্যাকাশে সুবর্ণ বাদামী রং না হওয়া পর্যন্ত  নাড়া চালু  রাখুন.
2. Now add all the powder spices, including the bay leaves. Mix well. Add 3 tbs water, and cook until the oil begins to comes up. এখন  তেজপাতা সহ সব গুঁড়া মসলা, লবন, যোগ করুন ভালোভাবে মেশান. ৩ টে; চামচ পানি যোগ করুন, এবং তেল ওপরে আসে  শুরু না হওয়া পর্যন্ত রান্না করতে হবে.
3. Add seeds,  Mix it well. Cook it under medium flame for 2 mins. কাঁঠালের বীজ দিয়ে, ভাল ভাবে মিশ্রিত করুন. ২ মিনিটের  জন্য মাঝারি আঁচে  রান্না করুন.
4.  Add the beef pieces,  Mix it well. Cook it under medium flame for 8-10 mins or  till all the water is released. Keep stirring every 4-5 mins. Close the lid and let it whistle for 5-6 times.  গরুর মাংস টুকরা দিয়ে, ভাল ভাবে মিশ্রিত করুন. ৮-১০ মিনিটের  জন্য মাঝারি আঁচে বা সব পানি বের হওয়া পর্যন্ত এটি রান্না করতে হবে. প্রতি ৪-৫ মিনিট  পরপর নাড়তে থাকুন . ঢাকনা বন্ধ করুন এবং এটি ৫-৬ বার সিটি দিতে দিন.
5.  Turn off the stove. Wait till all the pressure is release. Open the cover and add 1 teaspoon cumin powder and stir well. চুলা বন্ধ করুন. নিজ থেকে পে্সার কুকারের সব বাতাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন. কভার খুলুন এবং ১ চা চামচ জিরা গুঁড়া  যোগ করুন.
6. The dish should have a fairly thick gravy when done because there is no extra water. এটি করতে হলে কোন অতিরিক্ত পানি দিতে হবে না, কারণএটি মোটামুটি ঘন  থাকা উচিত.
7. Serve with hot rice, parathas, naan, polao and flat bread. গরম ভাত, পরোটা, নান, পোলাউ এবং রুটি দিয়ে  গরম পরিবেশন করুণ.

Saturday 29 October 2016

Crunchy Koi, fry !! মচমচে কই, ভাজা !! কই মাছ ভাজা !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
Makes  5-6 servings.পরিবেশন করুন  ৫-৬  জনের  জন্য.
Ingredients: উপকরণ:.
  • 1 + 1/4  teaspoon red chili powder. ১ +১/৪ চা চামচ মরিচ গুঁড়ো.
  • 1 teaspoon turmeric powder.১ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1/2 teaspoon coriander powder. ১/২ চা চামচ ধনে গুঁড়া.
  • 2 tablespoons  oil.  ২ টে; চামচ তেল .
  • 1 teaspoon ginger, garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 1 tbs lemon juice.  ১ টেবিল চামচ লেবুর রস.
  • 9 koi fish নয় টি কই মাছ.


  • Method: পদ্ধতি:
    1. Remove the fish scale, cut all the pieces. Clean all the pieces of fish. মাছের আঁশ ফেলে, কাটুন. মাছের সব টুকরা  পরিষ্কার করুন.
    2. Mix all ingredients together and keep aside for 1 hour. সব উপকরণ ১ক সাথে মাখিয়ে ১ ঘণটা রেখে দিতে হবে. 
    3. In a large pan heat the oil and Now slowly fry both the side all the pieces of fish. চুলাতে ১টি বৃহৎ প্যানের মধ্য তেল দিন এবং এখন ধীরে ধীরে  মাছের উভয় পাশ ভাল করে ভাজুন.
    মচমচে  কই ভাজা পরিবেশন করুন ভাত,পোলাউ বা খিচুরির সাথে.



                  Friday 28 October 2016

                  sausage, vegetables, polau !! সসেজ, সবজি পোলাও !!

                  Like me on Facebook page !!
                  www.safrinlipi.wordpress.com
                  Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
                  Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
                  Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
                  Makes  6 servings.পরিবেশন করুন  ৬জনের  জন্য.

                  Ingredients: উপকরন:

                  • Ginger paste 1 tea spoon. আদা পেস্ট ১ চা চামচ.
                  • Garlic paste 1/2 tea spoon. রসুন পেস্ট ১/২ চা চামচ.
                  • Cardamom 6 pieces.  ৬ টুকরা এলাচ.
                  • Clove 4. লবঙ্গ ৪ টি.
                  • Cinnamon 3 sticks broken. দারুচিনি ৩ টি (ভাঙ্গা).
                  • Green chili 6. কাঁচা মরিচ ৬ টি.
                  • Bay leaves 4. তেজ পাতা ৪ টি.
                  • Sugar-1 tea spoon. চিনি ১চা চামচ.
                  • Salt to taste. লবণ স্বাদ মত.
                  • Butter 1 table spoon. মাখন ১ টেবিল চামচ.
                  • 1/2 cup ghee ১/২ কাপ ঘি.
                  • Onion 11/2 cup fried. পেঁয়াজ ১ ১/২ কাপ ভাজা.
                  •  Four cups basmati rice চার কাপ বাসমতী চাল.
                  •  Boiled water  two litter. সেদ্ধ পানি দুই লিটার.
                  •  1/2 cup dry fruits, fried.১/২ কাপ শুকনো ফল, ভাজা.
                  • 5 types of vegetables, cut into small pieces. ছোট টুকরা করে কাটা সবজি ৫ ধরনের.
                  • One whole pack sausage, cut in to small pieces. ছোট টুকরা করে কাটা একটি পুরো প্যাক সসেজ.
                  ** Depending of the a type of rice  the amount of water will vary চালের ধরনের উপর নির্ভর করে পানির পরিমাণ পরিবর্তিত হতে পারে.   
                   Method: পদ্ধতি:
                  1.  Heat oil in a pan on medium heat .  Add ginger, garlic paste, all the  spices. চুলাতে মাঝারি তাপের উপর একটি পাএের মধ্যে তৈল গরম করতে হবে. এতে আদা, রসুন পেস্ট, সব মসলা যোগ করুন.  cook for 1 min.  ১ মিনিট এর  জন্য রান্না করতে হবে.
                  2. In the mixture add all the cut sausage , vegetables.সয়াসস মিশ্রণে সব কাটাসসেজ , সবজি যোগ করুন.
                  3. Give a nice stir and cook for two mins. একটা চমৎকার নড়া দিন এবং দুই মিনিটের জন্য রান্না করুন.
                  4. Add rice and fried for 2 mins. চাল যোগ করুন এবং ২ মিনিটের জন্য ভাজুন . 

                  5. Add boiled water, green chili, salt, sugar stir evenly. Add One table spoon ghee or butter. সেদ্ধ পানি, কাঁচা মরিচ, চিনি, লবন যোগ করুন, সমানভাবে নাড়ুন. এক টেবিল চামচ ঘি যোগ করুন.
                  6. Close the lid, cook for 10 mins in low heat. In between left 2 times. ঢাকনা বন্ধ করে কম তাপে ১০ মিনিট ধরে রান্না করুন. মধ্যে মধ্যে ২ বার পাতিলে ধরে সাবধানে ঝাকিয়ে নিন.
                  7. Your food is ready to eat. Serve with  yogurt salad and tomato gravy. আপনার  সবজি, সসেজ প্রস্তুত. দই সালাদ এবং টমেটো ঝুলের  সঙ্গে পরিবেশন করুন.    
                   

                  Thursday 27 October 2016

                  বেগুনের গুটি বিরান !! Bēguna guṭi birān!!

                  like me on Facebook page !!
                  www.safrinlipi.wordpress.com 

                  Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
                  Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
                  Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
                  Makes  5-6 servings.পরিবেশন করুন  ৫-৬  জনের  জন্য.
                  Ingredients: উপকরণ:
                  • 1 kg Rohu fish, fried. ভাজা ১ কেজি রুই  মাছ.
                  • 1 kg brinjal. ১ কেজি বেগুন.
                  • 5-6 green chili. ৫-৬ টি কাঁচা মরিচ চিরা.
                  • 1 and 1/4  teaspoon red chili powder. ১ ও ১/৪ চা চামচ মরিচ গুঁড়ো.
                  • 1 and 1/4 teaspoon turmeric powder.১ ও ১/৪ চা চামচ হলুদ গুঁড়া.
                  • 1 teaspoon coriander powder. ১ চা চামচ ধনে গুঁড়া.
                  • 1 teaspoon cumin powder. ১ চা চামচ জিরা গুঁড়া.
                  • 2 tablespoons  oil.  ২  বড় চামচ তেল .
                  • 1 teaspoon ginger- garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
                  • Salt to taste. লবণ স্বাদ মত.
                  • 2 tablespoon water. ২ টেবিল চামচ পানি.
                  1. Remove the fish scale . Clean all the pieces of fish. মাছের আঁশ ফেলে. মাছের সব টুকরা  পরিষ্কার করুন.
                  2.  In a bowl place the fish with pinch of salt,chili 1/4 tsp, and  turmeric powder 1/4 tsp mix evenly.  একটি বাটিতে সামান্য লবণ,  মরিচ ১/৪ চা চামচ ও হলুদ ১/৪ চা চামচ গুঁড়ার সঙ্গে মাছ সমানভাবে মিশ্রিত করুন.
                  3. In a large pan heat 1 table spoon of oil and fry both the side of fish. চুলাতে ১টি বৃহৎ প্যানের মধ্য ১ টেবিল চামচ তেল দিন এবং  মাছের উভয় পাশ ভাল করে ভাজুন.
                  Method: পদ্ধতি:
                  1. In a pan heat the oil on low heat, add Ginger,garlic paste stir. একটি প্যান এ তেল গরম  করুন কম তাপের উপর এবং  আদা, রসুন পেস্ট িদয়ে দিন.
                  2.  Add chili, turmeric powder, salt and stir. Add 2 table spoon water, stir.  মরিচ, হলুদ গুঁড়া, লবণ দিয়ে নাড়ুন. ২ টেবিল চামচ পানি দিয়ে ভাল করে নাড়ুন.
                  3.Cut all the brinjal as shown below. সব গুলো বেগুন নিচে দেখানোর মত করে কাটুন.
                  4. Now add brinjal pieces. Stir evenly, close the lid cook for two mins . এখন বেগুন টুকরা যোগ করুন. সমানভাবে নেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা  বন্ধ করুন.
                  5. Add fried fish, green chili in it. ভাজা মাছ ও  কাঁচা মরিচ যোগ করুন.
                  6. Carefully mix fish with the vegetables. সাবধানে সবজির সঙ্গে  মাছ মিশ্রিত করুন.
                  7. Cover with a lid and let it simmer on medium flame for 4 mins.  একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন  এবং এটি ৪ মিনিটের জন্য অল্প আঁচে রান্না করুন.
                  8. Carefully turn each slice and cook for 4 mins with lid. . সাবধানে প্রতিটি টুকরা নাড়ুন এবং ঢাকনা দিয়ে ৪ মিনিট আরো রান্না করুন.
                  9. Once the water is absorbed,add cumin powder, serve hot with rice or fried rice. একবার পানি শুকিয়ে গেলে ধনে জিরা গুড়া যোগ করুন .ভাত বা পোলাউ এর সঙ্গে গরম পরিবেশন করুন.

                  Friday 14 October 2016

                  Fresh Mutton Brain, fry .তাজা খাসির মাংসের মস্তিষ্ক ভাজা !!

                  like me on Facebook page !!
                  www.safrinlipi.wordpress.com

                  PREP TIME: 5 MINUTES.  সংগ্রহ সময়: ৫ মিনিট.       
                  COOK TIME: 15 MINUTES. রান্নার সময়: ১৫ মিনিট.
                  TOTAL TIME: 20 MINUTES. মোট সময়: ২০ মিনিট
                  Makes  5 servings.পরিবেশন করুন  ৫ জনের  জন্য.

                  Ingredients: উপকরণ:

                  • 1 teaspoon chili powder. ১ চা চামচ মরিচ গুঁড়ো.
                  • 1/2 cup corn flour. ১/২ কাপ ভূট্টা গুঁড়া.
                  •  1 cup rice powder. ১ কাপ চালের গুঁড়া .
                  • 1 tea spoon cumin powder. ১ চা চামচ জিরা গুঁড়ো.
                  • water as needed. প্রয়োজন মত পানি.
                  • Fresh Mutton brain 1/2 Kg , cut into suitable size.তাজা খাসির মাংসের মস্তিষ্ক 1/২ কেজি , উপযুক্ত আকারে টুকরা করা.
                  • Salt to taste. লবণ স্বাদ মত.
                  • 1 tsp all spices  (garam masala) powder. ১ চা চামচ সব মশলা গুঁড়া.
                  • Oil for fry. ভাজার জন্য তেল.
                  Method: পদ্ধতি:
                  1. Clean and wash the mutton brain pieces and drain the water.   খাসির মাংসের মস্তিষ্ক গুলো কে ধুয়ে পানি নিংড়ে রাখুন.
                  2. In a bowl add all the ingredients together. একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে যোগ করুন.
                  3.  Mix well, make smooth batter. ভালোভাবে মিশিয়ে মসৃণ গোলা করুন.  
                  4. Add mutton brain and mix evenly.  খাসির মাংসের  মস্তিষ্ক যোগ করুন এবং সমানভাবে মিশ্রিত করুন.
                  5. In a large pan heat the oil in medium heat and deep fry or until it is golden brown and crispy. একটি বৃহৎ প্যানের মধ্য তেল গরম করে মাঝারি তাপে  ভাজুন বা সুবর্ণ বাদামী এবং মচমচে করে ভাজুন.  
                  6.  Gently shake the fried over your pan to remove excess oil. বাড়তি তেল ফেলার জন্য আপনার প্যানের উপরে  ভাজা গুলো কে আলতো করে ঝাঁকান. 
                  7. Serve hot with sauce  for dipping.  চাটনির সাথে গরম পরিবেশন করুন.
                  8. Serve with rice or fried rice as side dish. সাইড ডিশ হিসেবে  ভাত বা পোলাউ এর সঙ্গে পরিবেশন করুন.