Thursday, 17 December 2015

Vegetable, prawn সবজি, চিংড়ি !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 8 minutes.  সংগ্রহ সময়: ৮ মিনিট.       

Cook Time: 10 minutes. রান্নার সময়: ১০ মিনিট.

Total Time: 18 minutes. মোট সময়: ১৮ মিনিট

Makes  4 servings.পরিবেশন করুন  ৪ জনের  জন্য.
Ingredients: উপকরণ:
  • 1 onion chopped. ১ টি পেঁয়াজ টুকরা করা.
  • Fish 300 g. মাছ  ৩০০গ্রাম.  
  • Two teaspoon butter দুই চা চামচ মাখন.
  • 1 carrot , cut. ১ গাজর টুকরা করা.
  • 1 capsicum, cut. ১ টি কেপসিকাম টুকরো করা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 6 green chili chopped. ৬ টি কাঁচা মরিচ কাটা.
  • 1 table spoon sunflower oil. সূর্যমুখী তেল ১ টেবিল চামচ.
  • 1 table spoon garlic chopped. ১ টেবিল চামচ রসুন কাটা.
  • 1 table spoon soy sauce. ১ টেবিল চামচ সয়াসস.
  • Half cup water হাফ কাপ পানি.
  • 3 tbs water. ৩ টে; চামচ পানি.
  • Two tablespoon cornflour দুই টেবিল চামচ ভুট্টার গুঁড়ো.

Method: পদ্ধতি:

1. Remove the fish scale . Clean all the pieces of fish. মাছের আঁশ ফেলে. মাছের সব টুকরা  পরিষ্কার করুন.
2.  In a bowl place the fish with pinch of salt,chili 1/4 tsp, and  turmeric powder 1/4 tsp mix evenly.  একটি বাটিতে সামান্য লবণ,  মরিচ ১/৪ চা চামচ ও হলুদ ১/৪ চা চামচ গুঁড়ার সঙ্গে মাছ সমানভাবে মিশ্রিত করুন.
3. In a large pan heat 1 table spoon of oil and fry both the side of fish. চুলাতে ১টি বৃহৎ প্যানের মধ্য ১ টেবিল চামচ তেল দিন এবং  মাছের উভয় পাশ ভাল করে ভাজুন.
4.   In a pan add butter একটি প্যানে মাখনযোগ করুন. 
5. Add all the vegetables, chili, stir well, cover and cook for 3 mins. সব সবজি, কাঁচা মরিচ, দিয়ে দিন. ঢেকে দিন এবং ৩ মিনিটের জন্য রান্না করুন.
6. Add soy sauce, stir well. সয়াসস যোগ করুন, মিশিয়ে নিন ভাল করে.
7. Add half cup water, salt, fried fish. হাফ কাপ পানি , লবণ, ভাজা মাছযোগ করুন.
8. Water and cornflour mixed together. পানি ও ভুট্টার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে.
9. Spread in the pan and stir nicelyপ্যানের মধ্যে ছড়িয়ে দিন  সুন্দরভাবে নাড়তে হবে. 
10. The dish should have a fairly thick gravy when done . এটি রান্না করতে হলে  মোটামুটি ঘন  থাকা উচিত.
11. Serve with hot rice, parathas, naan, polao and flat bread. গরম ভাত, পরোটা, নান, পোলাউ এবং রুটি দিয়ে  গরম পরিবেশন করুণ.

No comments:

Post a Comment