Wednesday 25 April 2018

মরুর বুকে বৈশাখী মেলা ১৪২৫ :) Kuwait 2018

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com 

https://safrinlipi.blogspot.com
https://www.facebook.com/rubina.munir.71/videos/802841136593029/
 


পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। 
 
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয় কিন্তু আমরা কুয়েতে গত ২0শে এপ্রিল, শুক্রবার  বৈশাখ উৎসব উদযাপন করেছি আমাদের কিছু অসাধারন এবং স্মার্ট বন্ধুরা এই ব্যবস্থা করেছেন। 
নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির তুলে ধরা হয়েছে। 

বৈশাখের চিরায়ত রং সাদা-লালের স্পর্শ  ছিল সব জায়গায় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। 
ইলিশপান্তা ভাত সাথে ছিল ভাবীদের হাতে বানানো হরেক রকমের ভর্তা 
বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। 
ৈবশাখীর আগের রাত ভালই ছিল হয়ত আর ভাল হত যদি সকালে ওঠে বাচ্চাদেরকে ওদের গন্তব্য দিয়ে আসার চিন্তা না থাকত. যদিও আমি রাত জাগতে পছন্দ করিনা তবু যাত্রা অসাধারণ ছিল. আজাদ ভাইকে অনেক ধন্যবাদ. কিন্তু সমস্যা কেবল আমার সন্তানরা দীর্ঘ ড্রাইভের জন্য আবার যেতে চায় :) 
খুব ই ভালো আবহাওয়া ছিল আগের দিন রাতে . সবার সাথে থাকতে অনেক ভালো লেগেছে.


 আমাদের নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, ও ছিল 


নানারকম পিঠা পুলির আয়োজন জিলিপি শুধু না,নাড়ু মোয়া ও ছিল এবারের বৈশাখী তে রসগোল্লাসহ মজার মজার দারুণ সব খাবার।পাশাপাশি রসনাতৃপ্তির জন্য  থাকে বিভিন্ন রকমের দেশী ফল।










সবচেয়ে বেশী বৈশাখী মেলার  আকর্ষণ ছিল আতিক ভাইয়ের গান, ভাবী আমার কাছে বসলে হয়ত বলতাম আর ও এক দুইটি গান হয়ে যাক :)  
মামুন ভাইয়ের একটি অসাধারন ছবি. রাংগা ভাইয়ে কয়টা অসাধারন ছবি ছিল আগের খুজে পেলাম না.



যদিও. সুন্দরী ভাবীদের জন্য পুরস্কার ছিল কিন্তু আমার চোখে সব ভাবীরা পরী মনে হয়েছিল যেমন খুশী তেমন সাজ, রাজকুমার ছাড়াও আর অনেক পুরস্কার ছিল । এক কথায় অসাধারন একট  ব্যবস্থাপনা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দিতে 
 একটি অসাধারন  সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই হৃদয় থেকে । ভবিষ্যতে আমরা আবার অনুরূপ সাংস্কৃতিক প্রোগ্রাম চাই।

সবাইকে ভালোবাসি এবং
মিস করি সবাইকে :) 

No comments:

Post a Comment