Sunday 31 May 2015

Fenugreek leaves মেথি শাক !!!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
Makes  6 servings.পরিবেশন করুন  ৬জনের  জন্য.
Ingredients:  উপকরণ:
  • 5-6 green chili. ৫-৬ টি কাঁচা মরিচ চিরা.
  •  2 bundles fenugreek leaves. ২ আটি মেথি পাতা.
  •  1 onion, finely chopped. ১ টি পেঁয়াজ  সূক্ষ্ম ভাবে কাটা.
  • 1/2 cup chickpea pulses    . ১/২ কাপছোলা ডাল .
  • 1  teaspoon red chili powder. ১ চা চামচ মরিচ গুঁড়ো.
  • 1/4  teaspoon turmeric powder.১/৪ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1 teaspoon ginger, garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 1/4 tea spoon sugar. ১/৪ চা চামচ চিনি.
  •  water 1/2 cup. ১/২ কাপ পানি.
For seasoning: ফোড়নের জন্য:

  • 2  red chili. ২ টি লাল মরিচ.
  • 2 table spoon garlic chopped. ২ টেবিল চামচ রসুন কাটা.
  •  2 large onion cut. 2 বড় পেঁয়াজ, কাটা.
  • 1/4  tea spoon cumin seeds. ১/৪  চা চামচ জিরা.
  • 2 tablespoons  oil.  ২ বড় চামচ তেল .
  • One table spoon ghee. এক টেবিল চামচ ঘি.

 Method: পদ্ধতি:
 1.   In a pressure cooker add, chickpea,  all the spices, salt, sugar, ginger, garlic paste  and green chili. একটি প্রসার কুকারে ডাল,  সব মশলা, লবণ, চিনি এবং কাঁচা মরিচ, আদা, রসুন বাটা দিয়ে দিন.
2. Cover with the 1/2 cup water and cook until it boiled. ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং এটি রান্না করুন যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়.
3. When it is cool it should be look like shown above. Other ways you can use wooden spoon to make like this. যখন  এটি ঠাণ্ডা  হবে তখন এটি উপরের মত দেখাতে হওয়া উচিত.  অন্য উপায়ে আপনি ভালো করে কাঠের চামচ ব্যবহার করতে পারেন পুরোপুরি গলানোর জন্য .
 4. In a fry pan add oil + ghee and fry garlic,onion, cumin seeds, red chilies,  till light or light golden. একটি  প্যানে তেল +ঘি  দিয়ে গরম করে  রসুন, পেঁয়াজ, জিরা , লাল মরিচ দিয়ে ভাজতে হবে বা হালকা সুবর্ণ রং হওয়া পর্যন্ত  ভাজতে হবে.
5. When pulses mixture start boiling add  fried garlic and stir well. Cook for another 2 mins. শাক,ডালের মিশ্রণটি  ফুটন্তে শুরু করলে ভাজা পেঁয়াজ, রসুন যোগ করুন এবং ভাল করে নাড়া দিন. অন্য ২ মিনিট এর জন্য বা সব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন.
6.  Adjust oil, onion, chili according to taste. স্বাদ অনুযায়ী তেল, পেঁয়াজ, কাঁচা মরিচের সামঞ্জস্য করুন.
7. Serve with plain rice, polao or flat bread.  ভাত,পোলাউ বা রুটি দিয়ে পরিবেশন করুন.
 

Thursday 28 May 2015

Fish Tikka মাছের টিক্কা !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 1 hour.  সংগ্রহ সময়: ১ ঘন্টা.       

Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট.

Total Time:1 hour 15 minutes. মোট সময়:১ ঘন্টা ১৫  মিনিট.

Makes 2  servings. পরিবেশন -২ জনের জন্য.

Ingredients: উপকরণ:

  1. 2 cups boneless fish, cubes. ২ কাপ কাঁটা ছারা  মাছ , কিউব করে কাটা .
  2. yogurt 1/4 cup (beaten).  দই ১/৪ কাপ (ফেটানো).
  3. Ginger, garlic paste 1/4 tea spoon. আদা, রসুন পেস্ট১/ ৪ চা চামচ.
  4. Cumin powder 1/4 tea spoon. জিরা গুঁড়া ১/৪ চা চামচ.
  5. Coriander powder 1/4 tea spoon. ধনে গুঁড়া ১/৪ চা চামচ.
  6. Lemon juice 2 table spoon. লেবুর রস ২ টেবিল চামচ.
  7. Cardamom pinch.  একচিমটি এলাচ.
  8. White  pepper 1/2 tea spoon . সাদা মরিচ ১/২ চা চামচ.
  9. Salt to taste. লবণ স্বাদ মত.
  10. Oil 1 tea spoon . তেল চা চামচ.
  11. Butter 1 tea spoon. মাখন ১ চা চামচ.
  12. Soya sauce 1 table spoon  সয়াসস টেবিল চামচ.
  13. Red chili powder 1/2 tea spoon. লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ.
  14. 2 Stick. ২টি কাঠি.      
Method: পদ্ধতি:
1 Clean and wash the fish pieces and  then drain the water. পরিষ্কার  করে এবং মাছের টুকরা ধোয়ে পানি ছেকে নিতে হবে.
 2. Mix  all the ingredients and keep it in the refrigerator for 1 hour. সব উপকরণ দিয়ে মেশান এবং ঘন্টার জন্য ফ্রিজ রাখবেন.

3.  Now insert the fish pieces in the stick. এখন কাঠির মধ্যে মাছের টুকরা সন্নিবেশ করুন. 

  4. Preheat the oven 180 c. উবেন ১৮০ সে; পীহীট করে করে নিন. 

5. Grill  it for 15 mins or until cooked ১৫ মিনিট এর জন্য এটি গ্রিল করুন বা সুবর্ণ বাদামী  না হওয়া পর্যন্ত .
6. You can use glass ware to avoid  the stain. আপনি দাগ বা ময়লা চিহ্ন এড়াতে গ্লাসের বুল বা বাসন ব্যবহার করতে পারেন.

7. Remove from the oven . ওভেন থেকে বের করুন.
8. In a fry pan, fry tomato, onion, chili with one table spoon olive oil for two mins. একটি প্যানের মধ্য এক টেবিল চামচ ওলিভ ওয়েলের সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ দুই মিনিটের জন্য ভাজুন.
9. Serve it with rice, bread, flat bread, kaboz (Arabian bread). ভাত, পরোটা, রুটি, kaboz (আরবীয় রুটি) সঙ্গে এটি পরিবেশন.

Friday 15 May 2015

Few Important days and date, 2015 !!! কয়েকটি গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ, ২০১৫ !!

Like me on Facebook page!!
www.safrinlipi.wordpress.com

 "শবে মেরাজ" ১৬ই মে শনিবার ২০১৫.
"শবে বরাত"  ২রা জুন মঙ্গলবার ২০১৫ .

"মাহে রমজান " ১৮ই জুন বৃহস্পতিবার ২০১৫.
"শবেকদর" ১৩ই জুলাই সোমবার ২০১৫.
"ঈদুল ফিতর" ১৮ই জুলাই ২০১৫.
"হজ্জ" ২২শে সেপ্টেম্বর ২০১৫.
"ঈদুল আদহা " ২৩শে সেপ্টেম্বর ২০১৫.
 Note :These dates are subject to sighting of the new moon. দ্রষ্টব্য: এই তারিখ নতুন চাঁদ দেখা সাপেক্ষে.

Thursday 14 May 2015

Egg polau ডিমের পোলাও !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
Prep Time: 15 minutes.  সংগ্রহ সময়: ১৫ মিনিট.  
Cook Time: 15 minutes. রান্নার সময়: ১৫ মিনিট. 
Total Time: 30 minutes. মোট সময়: ৩০ মিনিট.
Makes  6 servings.পরিবেশন করুন  ৬জনের  জন্য.

Ingredients: উপকরন:

  • Ginger paste 1 tea spoon. আদা পেস্ট ১ চা চামচ.
  • Garlic paste 1/2 tea spoon. রসুন পেস্ট ১/২ চা চামচ.
  • Cardamom 6 pieces.  ৬ টুকরা এলাচ.
  • Clove 4. লবঙ্গ ৪ টি.
  • One teaspoon whole cumin seeds এক চা চামচ গোটা জিরা.
  • Cinnamon 3 sticks broken. দারুচিনি ৩ টি (ভাঙ্গা).
  • Green chili 6. কাঁচা মরিচ ৬ টি.
  • Bay leaves 4. তেজ পাতা ৪ টি.
  • Sugar-1 tea spoon. চিনি ১চা চামচ.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • Butter 1 table spoon. মাখন ১ টেবিল চামচ.
  • 1/2 cup ghee ১/২ কাপ ঘি.
  • One bowl potato, fried এক বাটি আলু, ভাজা.
  • Onion 11/2 cup fried. পেঁয়াজ ১ ১/২ কাপ ভাজা.
  • One carrot, grated. একটি গাজর, ঝাঁঝরি করা.
  •  One cup big green chili cut. এক কাপ  বড়  কাঁচা মরিচ কাটা.
  •  Four cups basmati rice চার কাপ বাসমতী চাল.
  •  Boiled water  two litter. সেদ্ধ পানি দুই লিটার.
  •  1/2 cup dry fruits, fried.১/২ কাপ শুকনো ফল, ভাজা.
  • Eight eggs, boiled and fried . আটটি ডিম, সেদ্ধ এবং ভাজা
  • Coconut milk half cup নারকেল দুধ আধা কাপ.

      ** Depending of the a type of rice  the amount of water will vary চালের ধরনের উপর নির্ভর করে পানির পরিমাণ পরিবর্তিত হতে পারে.    
Method: পদ্ধতি:
1. Heat  butter in a cooker on medium heat . Add all the whole spice in the pot and fry well. চুলাতে মাঝারি তাপের উপর একটি  কুকারে মধ্যে ঘি গরম করতে হবে. পাত্রে সকল পুরো মসলা যোগ করুন এবং ভালভাবে ভাজুন.
2.    Add ginger, garlic paste cook for 1 min.  এতে আদা ও রসুন পেস্ট যোগ করুন, পেস্ট  দিয়ে ১ মিনিট এর  জন্য রান্না করতে হবে.
3.  Add rice  and fried for 2 mins. চাল, যোগ করুন এবং ২ মিনিটের জন্য ভাজুন.
4. Add boiled water,Coconut  milk,  stir evenly. সেদ্ধ পানি, নারকেল দুধ যোগ করুন, সমানভাবে নাড়ুন. 
5.  Add One table spoon butter, stir evenly..  এক টেবিল চামচ মাখন যোগ করুন, সমানভাবে নাড়ুন.  
6.  Add all the dried fruits, salt, sugar in low heat. সব শুকনো ফল, লবণ, চিনি যোগ করুন সমানভাবে কম তাপের উপর নাড়ুন.
 
7.  Add all the vegetables.As shown above. সব সব্জির যোগ করুন . উপরের বর্ণনা অনুযায়ী.

8. Close the lid, cook for 5 mins in low heat. In between left 1 time. ঢাকনা বন্ধ করে কম তাপে ৫ মিনিট ধরে রান্না করুন. এর মধ্যে  বার পাতিলে ধরে সাবধানে ঝাকিয়ে নিন.
 9. Add fried egg, half fried onion, fried potato.As shown above.  অর্ধেক ভাজা পেঁয়াজ, ভাজা আলু, ভাজা ডিম দিয়ে দিন. উপরের বর্ণনা অনুযায়ী.


10.   Close the lid, cook for 5 mins in low heat. In between left 1 time. ঢাকনা বন্ধ করে কম তাপে ৫ মিনিট ধরে রান্না করুন. এর মধ্যে পাতিলে ধরে সাবধানে একবার ঝাকিয়ে নিন.

11.  Open the lid, if every thing  is ok then spread rest of the fried onion. As shown above. ঢাকনা খুলুন, প্রতিটি জিনিস ঠিক থাকে বা আছে যদি তারপর বাকি ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন. উপরের বর্ণনা অনুযায়ী.

 12. Your egg polau  is ready to eat. Serve with yogurt salad and tomato gravy. আপনার ডিমের  পোলাও প্রস্তুত. দই সালাদ এবং টমেটো ঝুলের  সঙ্গে পরিবেশন করুন.

Thursday 7 May 2015

Spice cheese মশলা পনির!!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
Prep Time: 5 minutes.  সংগ্রহ সময়: ৫ মিনিট.  
Cook Time: 10 minutes. রান্নার সময়: ১০ মিনিট. 
Total Time: 15 minutes. মোট সময়: ১৫ মিনিট.
Makes  5 servings.পরিবেশন করুন  ৫ জনের  জন্য.
Ingredients: উপকরণ:
  • 1 cup onion chopped. ১ কাপ পেঁয়াজ টুকরা করা.
  • 11/2 cup cheese chopped. ১ ১/২ কাপ  পনির, কাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • One cup capsicum.   এক কাপ ঝালহীন এক ধরনের মরিচ
  • Tomato paste 3 table spoon. টমেটো পেস্ট ৩ টেবিল চামচ.
  • 4 green chili chopped. ৪ টি কাঁচা মরিচ কাটা.
  • 2 table spoon sunflower oil. সূর্যমুখী তেল ২ টেবিল চামচ.
  • 1 tea spoon garlic, ginger paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • 1 table spoon hot sauce. ১ টেবিল চামচ হটসস.
  • 1/2 teaspoon turmeric powder.১/২ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1/2 tsp cumin powder. ১/২ চা চামচ জিরা গুঁড়া.
  • 2 table spoons water. ২ টেবিল চামচ পানি.

****kachi biryani spice powder 1 table spoon .  1 টেবিল চামচ কাচ্চি বিরিয়ানি মসলা গুঁড়া.  For masala click the link মশলা জন্য লিঙ্কে ক্লিক করুন

Easy home made kachi biryani সহজে বাড়ীতে তৈরি কাচ্চি বিরিয়ানি !!

Method: পদ্ধতি:
1. In a pan heat the oil and fry onion as shown below.  একটি প্যান এ তেল গরম  করুনএবং  পেঁয়াজকে নিচে দেখানো হিসেবে ভাজুন .
2. In a pan add Ginger-garlic paste stir.   আদা, রসুন পেস্ট িদয়ে ভাল করে নাড়ুন.
  3. Add kachi biryani spice powder, turmeric powder, salt ,green chili and water and stir. কাচ্চি বিরিয়ানি মসলা ,হলুদ গুঁড়া, কাঁচা মরিচ, লবণ দিয়ে নাড়ুন এবং পানি িদন.
 4. When oil start to separates from onion Masala, add the cheese in it. তেল পেঁয়াজ মশলা থেকে আলাদা হতে শুরু হলে , এর মধ্যে পনির যোগ করুন.
5. Carefully mix the cheese,capsicum with the onion masala. সাবধানে পেঁয়াজ মশলার সঙ্গে পনির, কেপসিকাম  মিশ্রিত করুন.
6. Cover with a lid and let it simmer on medium flame for 4 mins.  একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন  এবং এটি ৪ মিনিটের জন্য মাঝারি শিখার উপর অল্প আঁচে রান্না করুন.
7. Carefully turn all slice and cook for 4 mins with lid.  সাবধানে প্রতিটি টুকরা নাড়ুন এবং ঢাকনা দিয়ে ৪ মিনিট আরো রান্না করুন.
8.  Open lid add  cumin powder  stir nicely, and cook for 1 more mins on low heat.  ঢাকনা খুলুন, জিরাগুড়ো  দিয়ে  কম তাপের উপর আরো ১ মিনিটের জন্য রান্না করুন.
9. Once the water is absorbed serve hot with rice or fried rice. একবার পানি শুকিয়ে গেলে ভাত বা পোলাউ এর সঙ্গে গরম পরিবেশন করুন.

Wednesday 6 May 2015

Hot, Crispy puffed rice ঝাল মুড়ি !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
If you mixing  first six ingredients with your hand then don't press hardly because onion will relies water. Do it softly. যদি আপনি প্রথম ছয়টি উপাদান মিশিয়ে আপনার হাত দিয়ে মিশাতে চান তাহলে কমই কারে টিপুন কারণ পেঁয়াজ পানি ছেড়ে দেব. আলগোছে এটা করবেন.

Total Time: 7 minutes. মোট সময়: মিনিট.

Makes  3  servings.পরিবেশন করুন  জনের  জন্য.

 ******Ingredients:উপকরণ:
  •   1 teaspoon fried red chili.১  চা চামচ লাল ভাজা মরিচ গুড়া.
  • 1 tablespoon mango pickled oil. ১ টেবিল চামচ আমের আচারের তেল.
  • salt as needed. লবণ প্রয়োজন মত.
  • One teaspoon coriander leaves, chopped. এক চা চামচ ধনে পাতা, কাটা.
  • One teaspoon mint leaves, chopped. এক চা চামচ পুদিনা পাতা, কাটা.
  •  1/4 cup onion chopped. ১/৪ কাপ পেঁয়াজ পাতলা টুকরা করা.
  • puffed rice 3 cups মুড়ি ৩ কাপ.
  • Namkeen 100g ১০০ গ্রাম ঝুড়ি ভাজা.
  • Chanachur, crispy 100g. ১০০ গ্রাম কুড়কড়ে চানাচুর.
  • Chanachur, hot 100g. ১০০ গ্রাম ঝাল চানাচুর.
Method: পদ্ধতি:
1. Add first six ingredients in a empty jar. একটি খালি বয়ামের মধ্যে প্রথম ছয়টি উপাদান যোগ করুন.
 2. Shake and mix it well. ঝাঁকান এবং এটি ভাল করে মিশিয়ে নিন.
 3. In a big bowl add rest of the ingredients. একটি বড় বাটির মধ্যে বাকী উপাদানগুলো যোগ করুন.
 4. Now add all the ingredients,  mix well with the spoon. এখন সব উপাদান একসাথে করুন, চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন.
5. Serve immediately .অবিলম্বে পরিবেশন করুন.

Monday 4 May 2015

My balcony garden May 2015, Kuwait!! আমার ব্যালকনি বাগান মে ২০১৫, কুয়েত !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
Due to time and needs we have come far away from our country because we are so busy, we are tired. When the 1st time I came here I didn't like the place.  There was no greenery but only big buildings. Now the time has changed. Balcony gardens are an enormous introduction to the environment.
 As a way of living with nature, I started the window or balcony garden. Here gardening or to make the plants to survive is very difficult, because the weather is too dry, heavy winds and minimal rainfall . Personally, I think the people who work in the study of different types of gardens are free from stress. The picture in the garden of my balcony. Four years ago, when I bought this plant it was much smaller.I had to change the pot two times to change this status today, so many pretty flowers. Last year, three flowers bloomed  but we did not see the flowers as we were Saudi Arabia. However I got the dried flowers and I had to take care of that. Here is a picture of the  flower. This time there was a lot of buds , seven big buds came last week.However for the past three days , a storm had arrived with a lot of wind and the rest of the buds had fallen. I was sad, however, seeing this flower had made my mind feel much better . Good night every one :) .
সময়ের বা বিভিন্ন প্রয়োজনের তাগিদেই আজ আমরা নিজের দেশ থেকে অনেক দুরে। ব্যস্ততার কারনে আজ আমরা ক্লান্ত। আমি যেখানে থাকি ঐখানে যখন প্রথম এসেছিলাম তখন এই জায়গা বা দেশটা একদম ভাল লাগতোনা কোথাও যেন সবুজের ছোঁয়া নেই। শুধু বিশাল বিশাল অট্টালিকা. সময় খুব দ্রুতই পাল্টাচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় ব্যালকনি বাগানের ভূমিকা অপরিসীম। প্রকৃতির সাথে বসবাসের উপায় হিসেবে আমি ঝুঁকেছিলাম জানালায় বা ব্যালকনি বাগানের দিকে। এখানে বাগান করা বা টিকিয়ে রাখা খুবই কষ্টকর, কারন এখানকার আবহাওয়া খুব বেশি শুষ্ক, ভারী বাতাস এবং অনাবৃষ্টি .ব্যাক্তিগতভাবে আমি মনে করি যারা বাগান চর্চার কাজ করেন তারা বিভিন্ন ধরনের মানসিক চাপ থেকে মুক্ত থাকেন. এই ছবি গুলো আমার ব্যালকনি বাগানের. চার বছর আগে যখন আমি এই গাছটি কিনেছিলাম এটি অনেক ছোট ছিল. দুই বার পট পরিবর্তন করে আজ এই অবস্থা, এত চমত্কার ফুল ফোটে. গত বছর তিনটি ফুল ফোটেছিল কিন্তু আমরা সৌদী আরব থাকাতে এই ভাবে ফুল ফোটতে দেখতে পাইনি তবে শুকনো ফুল পেয়েছিলাম. যেগুলো আমি যত্ন করে রেখেছিলাম. একটি ছবিও আছে. এবারও অনেক কলি ছিল, বড় হয়েছিল সাতটি তবে গত সপ্তাহে তিনদিন ধরে যে ঝরো হাওয়া বয়ে গিয়েছিল তাতে করে বাকি গুলো পড়ে গিয়েছে. অনেক মন খারাপ ছিল তবে এখন এই ফুল দেখে মন ভালো হয়ে গেছে. Good night every one সবাইকে শুভ রাত্রি :)
অনুগ্রহ করে লাইক, মন্তব্য এবং সেয়ার করুন!!!

Saturday 2 May 2015

প্রিয়জন হারানোর শোক ও সেঞ্চুরি !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com
প্রিয়জন হারানোর শোক ও সেঞ্চুরি !!
তামিম ইকবালের খুব কাছের মানুষ ফুপু ফাতেমা হোসেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সকালেই দুঃসংবাদটা পেয়েছিলেন তার বড় ভাই নাফিস ইকবাল ফোনে। প্রতিনিধিত্ব করা বা দলের কঠিক পরীক্ষার সামনে নিজেকে সংযত রেখে খেলে গেলেন তামিম ইকবাল। সবার আগে দেশ ও খেলা কেই গুরুত্ব দিয়েছেন।
রেকর্ড বইয়ে তামিম ইকবাল লিখেছেন।
‘সকালে বড় ভাইয়ের ফোন পাই। খুবই কষ্ট পেয়েছি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ- ব্যক্তি ছিলেন বাবা। তাঁর খাওয়া-দাওয়ার খুব শখ ছিল। আমিও তা-ই। আমার এই ফুপু সব সময় রান্না করে খাওয়াতেন। ভারতের একটি রান্না-বিষয়ক টিভি অনুষ্ঠানে দেখানো একটা রেসিপির কথা তাঁকে জানিয়েছিলাম। তিনি রান্না করে দিয়েছিলেন। আব্বার সঙ্গে ওই খাবার ছিল শেষ খাওয়া। ওনার জন্য আমি সর্বোচ্চ যেটা করতে পারি, এ সেঞ্চুরিটা উত্সর্গ করতে পারি। আমরা একান্নবর্তী পরিবার হওয়ায় খুবই ঘনিষ্ঠ ছিলাম তাঁর সঙ্গে। তাঁর সন্তানেরাও আমাদের সঙ্গে ঘনিষ্ঠ। অসুস্থ থাকলে না হয় সান্ত্বনা ছিল। একেবারেই সুস্থ মানুষ, হুট করে চলে গেছেন। খুবই কষ্টদায়ক।’

অনুগ্রহ করে লাইক, মন্তব্য এবং সেয়ার করুন!!!