Monday, 31 August 2015

Sea fish, vegetables fried rice সমুদ্রের মাছ, সবজি ভাজা ভাত !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 10 minutes.  সংগ্রহ সময়: ১০ মিনিট.       

Cook Time: 10 minutes. রান্নার সময়: ১০ মিনিট.

Total Time: 20 minutes. মোট সময়: ২০ মিনিট

Makes  5  servings.পরিবেশন করুন  ৫ জনের  জন্য.

Ingredients: উপকরন:

  • 1 cup onion chopped. ১ কাপ পেঁয়াজ টুকরা করা.
  • 2 cups carrot , cut. ২  কাপ গাজর টুকরা করা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 6 chili chopped. ৬ টি  মরিচ কাটা.
  • 2 table spoon sunflower oil. সূর্যমুখী তেল ২ টেবিল চামচ.
  • 1 tbs lemon juice.  ১  টেবিল চামচ লেবুর রস.
  • One whole pack sausage, cut in to small pieces. ছোট টুকরা করে কাটা একটি পুরো প্যাক সসেজ.
  • Five eggs. পাঁচটি ডিম.
  • 1 tbs ginger,garlic. ১ টেবিল  চামচ আদা, রসুন .
  • 1/2 cup soy sauce. ১/২  কাপ সয়াসস.
  • 1/2 kg cooked rice. ১/২ কেজি  ভাত.
  • Sugar-1 tea spoon. চিনি ১ চা চামচ.
  • 2 cups cabbage, cut.২ কাপ বাঁধাকপি, কাটা.
  • Half kg sea fish, cut into cube সমুদ্রের মাছ  অর্ধেক কেজি, টুকরা করে কাটা.
  • One table spoon butter. এক টেবিল চামচ মাখন.
Method: পদ্ধতি:
1.  Heat oil in a pan on medium heat .  Add ginger,garlic, sausage, salt, sugar and soy sauce. চুলাতে মাঝারি তাপের উপর একটি পাএের মধ্যে তৈল গরম করতে হবে. এতে সসেজ, লবণ, চিনি , আদা, রসুন এবং সয়াসস যোগ করুন.  cook for 1 min.  ১ মিনিট এর  জন্য রান্না করতে হবে.
2. In soy sauce mixture add all the cut, vegetables.সয়াসস মিশ্রণে সব কাটা, সবজি যোগ করুন.
3. Give a nice stir and cook for two mins on high heat. একটা চমৎকার নড়া দিন এবং উচ্চ তাপের উপর দুই মিনিটের জন্য রান্না করুন.
4. Now add boiled rice, green chili, lemon juice, egg then lift the pot 3-5  times like saute. Don’t use any spoon.  এখন সেদ্ধ চাল,  লেবুর রস, কাঁচা মরিচ , ডিম যোগ করুন তারপর পাত্র টি কে দুই পাশে ধরে ভাল করে ঝাকিয়ে বা সাঁতলানো মত ৩-৫  বার করে নিন. কোন চামচ ব্যবহার করবেন না.
5. Close the lid, cook for 5  mins in low heat. In between left 2 times.  ঢাকনা বন্ধ করে কম তাপে ৫ মিনিট ধরে রান্না করুন. মধ্যে মধ্যে ২ বার পাতিলে ধরে সাবধানে ঝাকিয়ে নিন.
6. . In a fry pan add 1 table spoon butter then fry sea fish, red chili with pinch of salt. একটি ভাজার প্যানে ১ টেবিল চামচ মাখন দিয়ে তারপর ১ চিমটি লবণের সঙ্গে লাল  মরিচ দিয়ে সমুদ্রের মাছ ভাজুন.
7. Spread the fried fish on the fried rice ভাজা ভাত উপর উপরের ভাজা মাছ ছড়িয়ে দিন.
8. Your sea fish, vegetables fried rice is ready to eat. Serve with yogurt salad and tomato gravy. আপনার সমুদ্রের মাছ, সবজি ভাজা ভাত খাওয়ার জন্য প্রস্তুত. দই সালাদ এবং টমেটো ঝুলের  সঙ্গে পরিবেশন করুন.

Sunday, 30 August 2015

Quick and easy, creamy pumpkin soup দ্রুত এবং সহজ, কোমল ও মসৃণ কুমড়ো সুপ !!!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 10 minutes.  সংগ্রহ সময়: ১০ মিনিট.       

Cook Time: 10 minutes. রান্নার সময়:১০ মিনিট.

Total Time: 20 minutes. মোট সময়: ২০ মিনিট.

Makes  4  servings.পরিবেশন করুন  ৪ জনের  জন্য.

Ingredients: উপকরণ:
  • 1/2 kg pumpkin chopped. ১/২ কেজি কুমড়া কাটা.
  • 1/4 cup onion chopped. ১/৪ কাপ পেঁয়াজ পাতলা টুকরা করা.
  • 4 cups water. ৪ কাপ পানি.
  • salt to taste.  লবণ স্বাদ মত.
  • 1 tea spoon seasoning oil. ১ চা চামচ মসলা তেল.
  • 1/2 cup cream. ১/২ কাপ তাজা ক্রিম .
  •  1 teaspoon garlic . ১ চা চামচ  রসুন.
  • Half teaspoon cinnamon powder অর্ধেক চা চামচ দারুচিনি গুঁড়া.
Method: পদ্ধতি:
1. In a  cooker add all the ingredients. একটি কুকারে সব উপকরণ যোগ করুন. 
2. Close the lid and let it whistle for 5-6 times. Turn off the stove. Wait till all the pressure is release. . ঢাকনা বন্ধ করুন এবং এটি ৫-৬ বার সিটি দিতে দিন. চুলা বন্ধ করুন. নিজ থেকে পে্সার কুকারের সব বাতাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন.
3. With the whipper whip the boil ingredients to a smooth mixture. উপকরন গুলো কে ভাল করে ফেটিয়ে একটি মসৃণ মিশ্রণ  বানাতে হবে.
.Slowly add fresh cream. ধীরে ধীরে তাজা ক্রিম যোগ করুন. 
5. Serve hot soup .  গরম স্যুপ পরিবেশন.

Friday, 28 August 2015

Aloe Vera,pomegranate drinks ঘৃতকুমারী, ডালিম পানীয় !!!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 10 minutes.  সংগ্রহ সময়: ১০ মিনিট.  

  Makes 2 servings.পরিবেশন করুন  ২ জনের  জন্য.

Ingredients: উপকরন:

  • 1 table spoon aloe Vera gel. ১ টেবিল চামচ ঘৃতকুমারী জেল.
  • 1 big pomegranate . ১ টি বড় ডালিম .
  • 2 table spoons lemon juice. ২ টেবিল চামচ লেবুর রস.
  • 2 cups cooled water. ২ কাপ ঠান্ডা  পানি.
Method: পদ্ধতি:
1. Peel the skin of  a pomegranate . ডালিম ছিলে দানা খুলে নিন .
2.  Put all the ingredients in a blender, blend them nicely. একটি মিশ্রণকারী তে সব উপাদানগুলো দিয়ে, সুন্দরভাবে তাদের কে মিশাতে হবে.
3. Strain  and pour in to the glass.  ছেকে গ্লাসের মধ্যে ঢালুন.
4. Serve with slice of lemon in it.  একটি লেবু দিয়ে পরিবেশন করুন. 

Monday, 24 August 2015

লাল মরিচ গুঁড়া এবং কাঁচা আম !!

Like me on Facebook page !!
www.safrinlipi.wordpress.com

Prep Time: 8 minutes.  সংগ্রহ সময়: ৮ মিনিট.       

Makes  2  servings.পরিবেশন করুন  ২ জনের  জন্য.
******Ingredients:উপকরণ:
8-10 red chilies. ৪-১০ লাল মরিচ.
1 tablespoon mustard oil. ১ টেবিল চামচ সরিষা তেল.
salt as needed. লবণ প্রয়োজন মত.
Raw mango, slice. কাঁচা আমের ফালি করা.



*******Method: পদ্ধতি:
1. Heat the oil a pan and fry the red chilies . একটি প্যানে তৈল গরম করে তাতে লাল মরিচ ভাজুন.
2. Grind the fried chilies, When it is cool এটা ঠান্ডা হলে ভাল করে পিশতে হবে.
3. Mix with salt লবণের সাথে মিশিয়ে নিন.
4. Spread on the mango slice. আমের ফালির উপর ছড়িয়ে দিন.
5. Adjust chili, according to taste. স্বাদ অনুযায়ী মরিচের সামঞ্জস্য করুন.
***Enjoy !! উপভোগ করুন !!